Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মহিলা বিষয়ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

দশনীড়ের গলি (হাসপাতাল রোড, সংলগ্ন),

পিরোজপুর।

ফোনঃ ০৪৬১-৬৩০৮৫

 

 

 

 

দপ্তর প্রধানের নাম   : নাছরীন আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ)

ফোন                : ০৪৬১-৬৩০৮৫

মোবাইল নং        : ০১৭২৬-১৮৪৯০৮

পোস্টাল ঠিকানা    : দশনীড়ের গলি (হাসপাতাল রোড, সংলগ্ন), পোঃ ও জেলা- পিরোজপুর।

 

 

কার্যক্রম :

১। মানব সম্পদ উন্নয়ন ও আত্নকর্মসংস্থান;

২। দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি;

৩। আর্থ-সামাজিক উন্নয়ন;

৪। নারী ও শিশু নির্যাতন এবং পাচার প্রতিরোধ;

৬। সচেতনতা বৃদ্বি এবং জেন্ডার সমতামূলক কার্যক্রম;

ক্রঃনং

সেবার ধরন

সেবা গ্রহণকারী

উপকারভোগীর সংখ্যা

সেবার বিবরণ

০১.

বৃত্তিমূলক প্রশিক্ষণ

শিক্ষিত,অর্ধশিক্ষিত

বেকার ও দরিদ্র  মহিলা।

জেলা কার্যালয়ে- ৫০ জন এবং উপজেলা কার্যালয়ে - ৩০ জন।   (নাজিরপুর+ভান্ডারিয়া)

১ বছর মেয়াদী প্রশিক্ষণে দুঃস্থ্য ও দরিদ্র মহিলাদের কাটিং সেলাই ও সুন্দর সূচী ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়। হাজিরার ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০/- টাকা হারে ভাতা প্রদান করা হয়।

০২.

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ্য  মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ্য মহিলা।

১২,৩৬০ জন।    

(৭টি উপজেলার ৫১টি ইউনিয়ন ও ৩টি পৌরসভাসহ)।

আজীবন ভাতা প্রদান করা  হবে। মাসিক ৩০০/- টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

০৩.

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালী ভাতা প্রদান কর্মসূচী

গর্ভবতী দরিদ্র মহিলা।

৮৬৭ জন।

(প্রতি ইউনিয়নে ১৭ জন করে ৭টি উপজেলার ৫১টি ইউনিয়নের গর্ভবতী মহিলা)।

প্রতিমাসে ৩৫০/- টাকা হারে ২ বছরের জন্য এই ভাতা প্রদান করা হয়।

০৪.

 ভিজিডি কার্যক্রম

দুঃস্থ্য,দরিদ্র পীড়িত গ্রামীণ কর্মক্ষম মহিলা।

১৪,৬৩১ জন।

(৭টি উপজেলার-৫১টি   ইউনিয়ন)

১৮ থেকে ৪৫ বছর বয়সী কর্মক্ষম দুঃস্থ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে ২৪ মাস মেয়াদী কার্যক্রমে প্রতি মাসে জনপ্রতি ৩০ কেজি চাল/গম খাদ্য সাহায্য প্রদান করা হয়। এছাড়া এনজিওদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান, সঞ্চয় গ্রহণ ও ঋণদান পূর্বক গ্রামীণ দুঃস্থ্য মহিলাদেরকে স্বাবলম্বী করে তুলতে সহায়তা করা।

 

০৫.

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহ রেজিস্ট্রেশন।

পিরোজপুর জেলার স্থায়ী  বাসিন্দা মহিলা (মহিলা)।

মোট-১৩১টি স্বেচ্ছাসেবী রেজিষ্টার্ড   মহিলা সংগঠনের প্রায় ৭ হাজার মহিলা

১টি সংগঠনে নূন্যতম ৩৫ জন্ মহিলা সদস্য সংগঠনের মাধ্যমে মহিলা উন্নয়ণ মূলক বিভিন্ন কার্যক্রম এবং সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে।

 

০৬.

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের মাঝে বাৎসরিক অনুদান বিতরণ।

ভালমানের স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন।

চলতি ২০০৯-২০১০ অর্থ বছরে মোট ৬১টি সমিতির আবেদপত্র জেলা কমিটি সুপারিশ করেছেন।

ভালমানের সংগঠণের আবেদনের প্রেক্ষিতে জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ মহিলা কলাণ পরিষদ হতে প্রতি বৎসর বিশেষ,স্বেচ্ছাধীন ও সাধারণ এই তিন ক্যাটাগরীতে অনুদান প্রদান করা হয়।

 

০৭.

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

নির্যাতিতা সকল মহিলা

---

জেলা ও উপজেলা কার্যালয়ের নারী নির্যাতন প্রতিরোধ সেলে  নির্যাতিতা মহিলাদের অভিযোগ গ্রহণ ও শালিশ ব্যবস্থার মাধ্যমে অভিযোগের নিস্পত্তি করা হয়। যে সকল অভিযোগ নিস্পত্তি করা সম্ভন  হয় না, তাদেরকে কোর্টে মামলা করার পরামর্শ দেয়া হয়।

 

০৮.

যৌতুক ও বাল্য বিবাহ,নারী পাচার এসিড নিক্ষেপ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি।

পিরোজপুর জেলা ব্যাপী।

---

উঠান বৈঠক, আলোচনা সভা,র‌্যালী,সমাবেশ, মানবনন্ধন,স্বাক্ষর গ্রহণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করা।

 

০৯.

পেপার কাটিং এর তথ্যের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ।

পিরোজপুর জেলা ব্যাপী।

---

জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত নারী নির্যাতন সংক্রান্ত সংবাদ ছাপা হলে ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত করা হয় এবং তদন্ত প্রতিবেদন মাননীয় প্রধান মন্ত্রীর কার্যালয় ও নারী নির্যাতন প্রতিরোধ সেল,মহিলা বিষয়ক অধিদপ্তর,ঢাকা প্রেরণ করা হয়।

 

১০.

কর্মক্ষেত্রে যৌন হয়রানী ও যৌন নির্যাতন বন্ধের লক্ষ্যে কর্মসূচী গ্রহণ।

পিরোজপুর জেলা ব্যাপী।

---

কর্মক্ষেত্রে যৌন হয়রানী ও যৌন নির্যাতন বন্ধে অভিযোগ গ্রহণের নিমিত্তে জেলা পর্যায়ে অভিযোগ কমিটি গঠণ করা হয়েছে। অভিযোগ কমিটির বরাবরে আবেদনের প্রেক্ষিতে অভিযোগের নিস্পত্তি করা হবে।

 

১১.

ইভটিজিং প্রতিরোধ কার্যক্রম

পিরোজপুর জেলা ব্যাপী।

---

স্কুলগামী কিশোরী মেয়েদের বিরুদ্ধে ইভটিজিং,মোবাইলফোনপর্নোগ্রাফি সহ অন্যান্য আপরাধমূলক কর্মকান্ডে জড়িত কিশোর অপরাধীদের সচেতন করে তুলতে স্কুল,কলেজ ও জন সমাগম এলাকায় আলোচনা সভা ও অন্যান্য সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ করা হয়।

 

সার্ভিস চার্টারঃ

সেবার ধরন

নিয়ম/পদ্ধতি

সময়কাল

নির্ধারিত ফিস

সেবা প্রদানের কক্ষ নং

সেবা প্রদানকারীর পদবী ও ফোন নম্বর

প্রাপ্য সেবা থেকে বঞ্চিত ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ গ্রহণকারী কর্মকর্তার পদবী ও ফোন নম্বর

মহিলাদের বৃত্তি- মূলক প্রশিক্ষণ কর্মসূচী

ভর্তি বিজ্ঞপ্তি প্রচার করে প্রতি অর্থ বছরে নির্বাচন কমিটির মাধ্যমে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ভর্তি করা হয়।

১ বছর

(১ জুলাই হতে ৩০ জুন পর্যন্ত)

নেই

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্র

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ট্রেড প্রশিক্ষক

০৪৬১-৬৩০৮৫

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ০৪৬১-৬৩০৮৫

ভিজিডি কার্যক্রম ও উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান

প্রতি দু’বছর অন্তর নতুন চক্রের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশ মতে উপজেলা ভিজিডি কমিটির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়

দু’বছর

(প্রতি চক্র দু’বছরের জন্য)

উপকার ভোগীদের মাসিক সঞ্চয় ৪০/- টাকা

ইউনিয়ন পরিষদ কার্যালয়

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান খাদ্য বিতরণ করেন ও সংশ্লিষ্ট এনজিও প্রশিক্ষণ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৪৬১-৬২৪৯৭, ০৪৬১-৬৩০৮৫

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী ও উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান

প্রতি দু’বছর অন্তর অধিদপ্তরের নির্দেশ মতে ইউপি কমিটি থেকে দাখিলকৃত তালিকা বাছাই করে  উপজেলা কমিটির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়।

দু’বছর (প্রতি দু’বছর পর পর) মাসিক ভাতার হার ৩৫০/-

নেই

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক ভাতা প্রদান ও সংশ্লিষ্ট এনজিও কর্তৃক প্রশিক্ষণ দান করা হয়।

জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৪৬১-৬২৪৯৭, ০৪৬১-৬৩০৮৫

জেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কর্মসূচী উন্নয়ন প্রকল্প

প্রতি তিন মাস অন্তর নির্বাচন কমিটির মাধ্যমে ট্রেড ওয়ারী প্রশিক্ষাণার্থী ভর্তি করা হয়।

তিন মাস

নেই

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্র

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ট্রেড প্রশিক্ষকগণ

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 ০৪৬১-৬৩০৮৫

কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী বাস্তবায়ন প্রকল্প

জেলা কমিটির মাধ্যমে শুধু পৌর এলাকা থেকে উপকার ভোগী নির্বাচন করা হয়।

দু’বছর (প্রতি উপকারভোগীর মাসিক ভাতার হার ৩৫০/- টাকা)

নেই

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ০৪৬১-৬৩০৮৫

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 ০৪৬১-৬৩০৮৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম

উপজেলা নারী ও শিশু নির্যাতন সেলে অভিযোগ দায়ের করতে হয়।

চলমান

নেই

উপজেলা নির্বাহী অফিস ও জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

০৪৬১-৬২৪৯৭, ০৪৬১-৬৩০৮৫

যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, নারী ও শিশু পাঁচার রোধ এবং ইভটিজিং বন্ধের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম

বিভিন্ন সভা অনুষ্ঠানের আলোচনা সভা, স্বেচ্ছাসেবী মহিলা সমিতিতে উঠান বৈঠক ও এলাকায় গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠান।

চলমান

নেই

জেলা ও উপজেলার সমগ্র এলাকা

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও

উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও যৌন নির্যাতন বন্ধের লক্ষ্যে কর্মসূচী গ্রহন

সর্ব স্তরের মানুষের গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা/উপজেলাধীন বিভিন্ন এলাকায় সভা/সমাবেশ অনুষ্ঠান।

চলমান

নেই

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও

উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের রেজিষ্ট্রেশন প্রদান ও অনুদান বিতরণ

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে নিবন্ধন/ অনুদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিল করা হয়। অতঃপর জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে সদর কার্যালয়ে প্রেরণ করা হয়।

চলমান

রেজিষ্ট্রেশন ফি ২০০/- টাকা এবং প্রতিবছর নবায়ন ফি ১০০/- টাকা (ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হয়।)

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

পেপার কাটিং এর তথ্যের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ

পেপার কাটিং এর তথ্যের উপর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসক কর্তৃপক্ষের বরাবরে প্রতিবেদন দাখিল করা হয়।

চলমান

নেই

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

ক্রঃনং

কর্মকর্তা/কর্মচারীর নাম

পদবী

মোবাইল নম্বর

০১

নাছরীন আক্তার

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ)

ফোন ঃ ০৪৬১-৬৩০৮৫

মোবা ঃ ০১৭২৬-১৮৪৯০৮

০২

নাছরীন আক্তার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ), নেছারাবাদ

ফোনঃ ০৪৬২৭-৫৬০৩০

মোবাঃ ০১৭২৬-১৮৪৯০৮

০৩

জাহানারা পারভীন

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ভান্ডারিয়া

ফোনঃ ০৪৬২৩- ৫৬০৭৩

মোবাঃ ০১৭১৮-৩৫৫৭৬৬

০৪

জাহানারা পারভীন

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অঃদাঃ), মঠবাড়িয়া

ফোনঃ ০৪৬২৫-৬৫৪০৮

মোবাঃ ০১৭১৮-৩৫৫৭৬৬

০৫

নূসরাৎ জাহান

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কাউখালী

ফোনঃ ০৪৬২৪-৫৬১৩৬

মোবাঃ ০১৭১৯-৪০১৪০১

০৬

আনোয়ারা সোবহান

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জিয়ানগর

ফোনঃ ৬২২৪২-৫৬০১৩

মোবাঃ ০১৭৩১-৩৫৬৮৫২

০৭

শাহিনুর বেগম

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নাজিরপুর

ফোনঃ ০৪৬২৬-৭৪০৮৬

মোবাঃ ০১৭২০-২১৭৬৬৮

      

 

নাগরিক সেবা সমূহ